চাঁদপুরের ফরিদগঞ্জে মঙ্গলবার রাত ১০টায় দুর্বৃত্তদের গুলিতে পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের মাওলানা হোসেন আহমেদের বড় ছেলে রুহুল আমিন (৩৭) নিহত হয়েছেন। উপজেলার রুস্তুমপুর সমিতি বাজারের আঠিয়াবাড়িতে তার মর্মান্তিক মৃত্যু হয়। রুহুল আমিন বেঙ্গল গ্রুপের এস আর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, রুহুল আমিন উপজেলার রুস্তুমপুর বাজার ও তার আশপাশের দোকানগুলোতে বেঙ্গল গ্রুপের চা পাতাসহ কিছু সামগ্রী বিপণন করতেন। মঙ্গলবার রাতে তিনি দোকানিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে সমিতি বাজারের কাছে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে এসে ৪ রাউন্ড গুলি ছুড়ে তাকে হত্যা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় এক মাছ শিকারি টেঁটা ছুড়ে মারলে মোটরসাইকেলের পেছনে বসা এক দুর্বৃত্তের গায়ে বিঁধে যায়। এ অবস্থায়ই তারা পালিয়ে যায়।
এদিকে গুলিতে ঘটনাস্থলে রুহুল আমিনের মৃত্যু হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।