হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ১১টি আসনে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলার ১১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ৮২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান।

অন্য ১১টি আসনে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সর্বাধিক ২৬টি মনোনয়ন সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয়।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়টি, এনসিপির দুটি, বাংলাদেশ কংগ্রেস একটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচটি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি,বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি, এলডিপি একটি, খেলাফত মজলিস পাঁচটি, গণফ্রন্ট একটি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি একটি, গন অধিকার পরিষদ দুইটি, এনপিপি একটি, জেএসডি দুইটি, জাতীয় পার্টি দুইটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দুইটি, আমজনতার দল একটি, বৃহত্তর সুন্নি ছোট একটি, বাসদ একটি, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র হিসেবে ১৪টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সমর্থকরা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আমরা প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে বলছি এবং তফসিল ঘোষণার পর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি।”

তিনি আরো বলেন, কুমিল্লার ১৭ উপজেলায় ১১টি আসন। এখানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে সালের ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ১১ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি হবে ভোট-গ্রহণ।

পিস্তল হাতে তরুণ-তরুণীকে ছাত্রদল নেতার ব্ল্যাকমেইল, ভিডিও ভাইরাল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কুমিল্লা থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মানিকের মনোনয়নপত্র সংগ্রহ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, সীতাকুণ্ডে সর্বোচ্চ উপস্থিতির ঘোষণা

তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রাম থেকে ৫০ হাজার নেতাকর্মী যাবে ঢাকায়

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

মুরাদনগরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করলো স্বামী

পটিয়ায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন ফরম নিলেন বিএনপির দুই নেতা

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে