হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুতুবদিয়ায় ৫ মাস লাপাত্তা দুই ইউপি চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রায় ৫ মাস ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত আওয়ামী লীগের দুই চেয়ারম্যান। ডেবিল হান্ট অপারেশন শুরু হবার পর থেকেই কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান পরিষদে আসেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম বলেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে পরিষদে আসেন না। এ বিষয়ে এপ্রিল মাসে একটি রেজ্যুলেশন উপজেলা নির্বাহী অফিসারকে দিয়েছেন। ভারপ্রাপ্ত হিসেবে কোনো প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হলে আর্থিক খাতসহ গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার সুযোগ হতো বলে জানান তিনি।

আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর সিকদার ৪ মাসের অধিক পরিষদে আসছেন না। জরুরি প্রয়োজনে তিনি চট্টগ্রামে গিয়ে কাগজপত্রে স্বাক্ষর নিয়ে আসেন। চেয়ারম্যান জাহাঙ্গীর কিছুটা অসুস্থও বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক ও উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের ছোট ভাই। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও জামিনে রয়েছেন।

একইভাবে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনিও আগের মামলায় জামিনে রয়েছেন।

থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর ও জাহাঙ্গীর সিকদারের বিরুদ্ধে থানায় কোনো ওয়ারেন্ট নেই।

উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত সেটি পরিষদ থেকে লিখিতভাবে জানানোর পর তা জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

চকরিয়ায় জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি পালন

রোববার কুমিল্লা ৩ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

নৌবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই: মিন্টু

র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি প্রকাশ্যে, তবু তাকে খুঁজে পাচ্ছে না প্রশাসন

পতিত স্বৈরাচার ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে

তারেক রহমানের আগমন ঘিরে দাউদকান্দিতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

কক্সবাজারে একাধিক মেগা প্রকল্প হলেও সুফল স্পষ্ট নয়

মাদকসেবীদের হামলায় কলেজছাত্র নিহত, গ্রেপ্তার ৩

৬ কোটি টাকার ‘আইস’ ও অস্ত্র উদ্ধার, দুইজন গ্রেপ্তার