বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৩০ জানুয়ারি শুক্রবার ফেনী আসছেন। ওই দিন সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে তিনি ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
আজ সোমবার সকালে দলটির ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।
এছাড়া ওই জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বলে দলীয় একটি সূত্র এ প্রতিনিধিকে জানান।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভায় ১১ দলীয় জোটের ফেনী-১ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের এবি পার্টির প্রার্থী মজিবুর রহমান মঞ্জু, ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করাসহ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হবে।
এতে আরও বক্তব্য দেন এই জোটের শরিক অন্যান্য দলের জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতারা।জামায়াত আমিরের এই সফর ঘিরে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাসহ ব্যাপক লোকসমাগমের উদ্যোগ রয়েছে।
প্রসঙ্গত, জামায়াত আমির ডা. শফিকুর রহমান সর্বশেষ গত বছরের ৩ ফেব্রুয়ারি ফেনী এসেছিলেন। ওই সফরে ২০২৪-এর স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরশুরামে ভারত সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই অভ্যুত্থানে নিহত ফুলগাজীর ইশতিয়াক আহম্মদ শ্রাবণের কবর জিয়ারত, চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে নতুন ঘর উপহার এবং শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই শহিদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তিনি।