হোম > সারা দেশ > চট্টগ্রাম

দ্বীনি শিক্ষার ঐশী আলোকবর্তিকা কাগতিয়া মাদরাসা

৯১তম এনামী জলসায় বক্তারা

আতিকুর রহমান নগরী

প্রিয় রাসূল (দ.) বলেছেন, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) ঐতিহাসিক কিংবদন্তির ভূমিকা পালন করেছেন।

একদিকে আধ্যাত্মিক শিক্ষার প্রসার করেছেন, অন্যদিকে দ্বীনি শিক্ষার প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কাগতিয়া কামিল এম.এ. মাদরাসার ব্যাপারে উনি বলেছেন- আমি কাগতিয়া মাদরাসাকে আমার নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, আমি যা কিছু পেয়েছি কাগতিয়া মাদরাসার খেদমতের মাঝেই পেয়েছি।

হযরত গাউছুল আজম (রা.) নিজে যেমন মাদরাসার ভালোবাসা ধারণ করেছেন তেমনি স্বীয় অনুসারীদেরকেও মাদরাসাকে ভালোবাসার অসিয়ত করে গেছেন। হযরত গাউছুল আজম (রা.) এর ভালোবাসার এ আমানত বর্তমানে উনার একমাত্র খলিফা মাদরাসার বর্তমান অধ্যক্ষ মহোদয়ের নিকট অর্পণ করেছেন।

বর্তমান অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এ মাদরাসা প্রতি বছর ঈর্ষণীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। মূল ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসও সে ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে।

এছাড়াও নয়নাভিরাম মাদরাসা ক্যাম্পাস, দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনার বিকাশের লক্ষ্যে আধুনিক কম্পিউটার ল্যাব, সুবিশাল খেলার মাঠ, অমূল্য সব কিতাব দিয়ে গড়ে তোলা সুবৃহৎ গ্রন্থাগার এ মাদরাসাকে করেছে অনন্য।

গত (১৩ ডিসেম্বর) শনিবার বেলা ৩টা হতে চট্টগ্রাম বায়েজিদস্থ গাউছুল আজম সিটিতে অবস্থিত এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ৯১তম এনামী জলসায় বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মাদরাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী। জলসায় অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ও মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল প্রমুখ।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। চট্ট

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত মায়ের গায়ে— জনগণ মেনে নেবে না

একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে এসেছে

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা

স্লোগানকে কেন্দ্র করে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ১০

যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লায় গাড়িবহরে হামলার ঘটনায় ২১৫ জনের নামে মামলা

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

বিএনপি ক্ষমতায় এলে ১৭ বছরের দুর্নীতি বন্ধ হবে

হাসিনার চেয়ে দেশে বড় হুমকিবাজ আর কেউ ছিল না