চাটখিল ও সোনাইমুড়ীর মাটিতে কোনো ধরনের সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলবাজির ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি আরো বলেন, যারা জনগণের জানমালের ক্ষতি করবে কিংবা সাধারণ মানুষের ওপর জুলুম চালাবে, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক থাকবে না।
শুক্রবার ২৩ জানুয়ারি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া ইউনিয়নে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয়ের রাজত্ব কায়েম করার জন্য নয়। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি বদ্ধপরিকর। ধানের শীষের বিজয় নিশ্চিত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।
মাহবুব উদ্দিন খোকনের মিডিয়া ম্যানেজার তারেক আজিজ শিপনের সঞ্চালনায় এবং নাসির উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজাহান রানা, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক আহছানুল হক মাসুদ, সাবেক জেলা বিএনপির সদস্য লেয়াকত হোসেন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েলসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্যারিস্টার খোকন হাটপুকুরিয়া ও ঘাটলাবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভায় অংশ নেন। এসময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান শাসনামলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে হবে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নবগঠিত জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবুর আমন্ত্রণে তিনি উক্ত সমাবেশে যোগ দেন।