দৈনিক আমার দেশ’র হাজীগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ের হাঁটুর জয়েন্টের বাটি ভেঙে যায়।
পরিবারের সদস্য ও সহকর্মীরা জানান, স্থানীয় একটি হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে।
হাসান মাহমুদ হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বণিক সমিতির সদস্য। তিনি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে আমার দেশ’র চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলন তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।