হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফ নদীর মোহনায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে আটকা সেন্টমার্টিনগামী ট্রলার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

শাহপরী দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে

কক্সবাজারে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনার চরে আটকা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহপরী দ্বীপের কাছাকাছি মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম। তিনি বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনা চরে আটকা পড়েছে। খবর পেয়ে কোস্টগার্ড উদ্ধারকাজ শুরু করেছে। ট্রলারটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।

প্রাথমিক তথ্যমতে, ট্রলারের ইঞ্জিনও বিকল হয়ে পড়েছিল। তবে যাত্রীরা কেউ ভোগান্তিতে পড়েননি।

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, দুপুরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বোট সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয়। শাহপরী দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে। কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মো. হোসেন বলেন, ইয়াছিন মাঝির সার্ভিস বোটটি যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়। নাফ নদীর মোহনায় গিয়ে বোটটি আটকা পড়ে।

সাম্প্রতিক সময়ে মোহনায় চর জেগে ওঠায় এই রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসে প্রার্থী আমজাদ হোসাইন

চট্টগ্রামের চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সন্দ্বীপে বেপরোয়া মাটি ব্যবসার বিরুদ্ধে অভিযান ও অর্থদণ্ড

ক্ষমতায় আসলে জনগণকে স্বাস্থ্য, কৃষি ও ফ্যামিলি কার্ড দেবে বিএনপি

নোয়াখালীতে বিআরটিসির ২ বাসে অগ্নিসংযোগ

নদীতে ট্রাক্টর উল্টে এক পরিবারের তিন নারী নিহত

‘আমি কি কুমিল্লায় হজ করতে আসছি’, বলা সেই এএসপি বরখাস্ত

দেবিদ্বার হানাদার মুক্ত দিবস আজ

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম

বিএসবিওএ নির্বাচন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অস্থিরতা