হোম > সারা দেশ > চট্টগ্রাম

একটি দলের চাঁদাবাজিসহ নানা অপকর্মে মানুষ অতিষ্ঠ: মঞ্জু

জেলা প্রতিনিধি, ফেনী

এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী– ২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, একটি দলের চাঁদাবাজিসহ নানা অপকর্মে মানুষ অতিষ্ঠ। যারা দীর্ঘদিন বাড়ি-ঘরে থাকতে পারেননি, তাদের গত দুই বছরের কর্মকাণ্ড আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। নির্বাচনকে কেন্দ্র করে ভয়ভীতি ও ষড়যন্ত্র চলছে। ইতোমধ্যে ছাগলনাইয়ায় দাঁড়িপাল্লার আটজনকে আহত করা হয়েছে। নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তবে আমাদের তরুণ প্রজন্ম এসব হুংকারে ভয় পায় না, আমাদের একজন মরলে আরেকজন দাঁড়িয়ে যাবে। মানুষ শেখ হাসিনাকে ভয় পায়নি, এদের কাউকেও ভয় পাবে না—ইনশাআল্লাহ। ফেনীর বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘন করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে গুরুতর সংশয় তৈরি হয়েছে।

শনিবার ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেনীর নির্বাচনে কোনো সন্ত্রাস আমরা মেনে নেব না। বল প্রয়োগের চেষ্টা হলে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আমাদের আন্দোলন চলবে। দেশে ধোকাবাজির রাজনীতি চলছে, এই ভাওতাবাজি বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, হাদির খুনিদের আমরা পালিয়ে যেতে দেখেছি। হাদি হত্যার প্রতিবাদে অনেক দলকে সোচ্চার হতে দেখিনি। এখন সংস্কার নস্যাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে। দেশে এর খারাপ প্র্যাকটিস শুরু হয়েছে। শত শহীদের রক্তের অঙ্গীকারের এই দেশকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা ঐকমত্য কমিশনে একসঙ্গে কাজ করেছি। রাষ্ট্র সংস্কারে নানা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পথে একটি দল কৃত্রিম আশঙ্কা তৈরি করেছে। আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শুরু থেকেই সরব ছিলাম।

তিনি আরো বলেন, আমরা জামায়াতসহ হাসিনা বিরোধী সব দল স্বৈরাচারের পতনে রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু হাসিনার পতনের পর দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমাদের হতাশ করেছে। আমরা আশা করেছিলাম দেশে শান্তি ফিরবে কিন্তু তা হয়নি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য লিয়াকত আলী ভুঞা, সামছুদ্দিন ভুঞা, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা সংগঠক সুজা উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মুজাফফর আহমদ জাফরী, জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ফজলুল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

পতিত স্বৈরাচার ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে

তারেক রহমানের আগমন ঘিরে দাউদকান্দিতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

কক্সবাজারে একাধিক মেগা প্রকল্প হলেও সুফল স্পষ্ট নয়

মাদকসেবীদের হামলায় কলেজছাত্র নিহত, গ্রেপ্তার ৩

৬ কোটি টাকার ‘আইস’ ও অস্ত্র উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশে ১০ লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা বিএনপির

ছেলে শাপলা কলির প্রার্থী, বাবা ভোট চাইছেন ধানের শীষে

আগামীকাল চৌদ্দগ্রামে প্রথমবার বক্তব্য রাখবেন তারেক রহমান

এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিবকে চাঁদপুর–২ আসনে সাদরে গ্রহণ করল জামায়াত

নোয়াখালীতে বিএনপির ব্যতিক্রমধর্মী জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা