হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণমিছিলে মারা গেলেন কক্সবাজার বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার শহরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত গণমিছিলে মারা গেছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর।

রোববার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

মিছিল চলাকালে তিনি অসুস্থ হয়ে লুটিয়ে পড়লে নেতা-কর্মীরা দ্রুত তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর (অব.) আবদুল মাবুদ। নিহত সৈয়দ নুর কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

বিএনপি সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি কিছুদূর যাওয়ার পর মিছিলের অগ্রভাগে থাকা সদর বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার গণমিছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কক্সবাজার সদরের ভারুয়াখালীতে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার হত্যা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে কক্সবাজার শহরে এই গণমিছিল আয়োজন করেছিল কক্সবাজার পৌর, সদর, রামু ও ঈদগাঁও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী

সংগঠন। বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এই গণমিছিলের নেতৃত্ব দেন।

এদিকে বিএনপি নেতা সৈয়দ নুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার