হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদেশিদের দালাল ও পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর আমরা জুলুম-নির্যাতন, খুন-খারাবি, গুম, আয়নাঘর, টাকা পাচার আর চাঁদাবাজি দেখেছি। এ জিঞ্জির থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসেছে, ৫ আগস্টের পরে, দেশকে গড়ার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। বিদেশিদের দালাল, আমাদের পাশের দেশের প্রেসক্রিপসনে যাতে আমাদের আর না চলতে হয়। আমরা

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। আর নতুনভাবে পুরান বৌ, নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শন করার প্রয়োজন নাই। যখন এ কাপড়ের মুখ উঠাবে, দেখবে পুরান বৌ, নতুন শাড়ি। যদি বারবার আপনারা এমন ধোঁকা খান, দেশ আর সুন্দর হবে না। চাঁদাবাজি বন্ধ হবে না। খুন বন্ধ হবে না, আমাদের দেশের টাকা পাচার করা বন্ধ হবে না। এখন দেশ যদি সুন্দর চান, ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চান, আর দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনিদের থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হবে এবং ঐ চাঁদাবাজদেরকে বাংলার জমিনে কবর রচনা করতে হবে।

রেজাউল করিম আরো বলেন, এমপি, মন্ত্রী, সম্পদ এবং সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। সুযোগ কিন্তু বহু ছিলো। ২৪শের জুলাই আন্দোলনের পূর্বে আওয়ামী লীগ কিন্তু বহু চেষ্টা করেছে, এমনকি বিরোধী দল বানাবার জন্য তাদের ইচ্ছে ছিলো, বিএনপিও কিন্তু চেষ্টা করেছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এবাদতের উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালন করা জন্য।

সমাবেশে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব) মুহা. ইব্রাহিমের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাও. ইউসুফ আল মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আ হ ম আলাউদ্দিন প্রমুখ।

রামগড়ে পুলিশ হেফাজতে দুই চীনা নাগরিক

শীতের আগমনে পর্যটকে মুখরিত কক্সবাজার

নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: ডা. তাহের

উখিয়ায় অফিস-দোকানে নেই অগ্নিনির্বাপণ সরঞ্জাম, বিপর্যয়ের আশঙ্কা

এবার ওসিকে হুমকি দিলেন বাবলাসহ একাধিক খুনের আসামি রায়হান

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী, গ্রেপ্তার ২

শ্বশুরালয়ে স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে নিহত আসিফ

অসহায় ভ্যানচালক পেলেন নতুন ঘর উপহার

খালে মিললো স্ত্রীর লাশ, পলাতক স্বামী

চসিকের উদ্যোগে ১৫ ভবন ভাঙার পরিকল্পনা, ক্ষুব্ধ স্থানীয়রা