কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ শামীম প্রকাশ নাছিরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির একই গ্রামের মকবুল আহমেদের ছেলে। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর একটি টিম উনকোট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসী মোহাম্মদ শামীম প্রকাশ নাছিরকে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া একই এলাকা থেকে সন্দেহভাজন আরেক ব্যক্তির বাসা থেকে ১৭৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ নাছির নামে একজনকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানা ও চৌদ্দগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।