কক্সবাজারের উখিয়ায় পড়াশোনা থেকে ঝরে পড়া, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের দ্বীনি ও সাধারণ শিক্ষার সুযোগ করে দিতে আলহাজ্ব মাওলানা বখতিয়ার আহমদ নূরানী মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উখিয়া-টেকনাফ মেইন রোডসংলগ্ন উপজেলার কুতুপালং আমগাছতলা এলাকায় এই মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এখানে এতিম ও নূরানী (এবতেদায়ী) স্তরের শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। এখানে পড়াশোনা শেষে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে দেশের বিভিন্ন স্বনামধন্য মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আবাসন, খাবার ও নৈতিক শিক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, পড়াশোনা থেকে ঝরে পড়া শিশুদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই মাদ্রাসা শুধু দ্বীনি শিক্ষা নয়, বরং এতিম ও অসহায় শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সবসময় এই প্রতিষ্ঠানের পাশে থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা ও আবাসনের ব্যবস্থা করা নিঃসন্দেহে মানবিক উদ্যোগ। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এমন প্রতিষ্ঠানগুলো এগিয়ে নিতে হবে।
এসময় মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।