হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন ফরম নিলেন বিএনপির দুই নেতা

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু।

মঙ্গলবার তারা পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে তাদের প্রতিনিধি পাঠিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই দুই নেতাসহ মোট ৪জন পটিয়া আসনে যাকে প্রাথমিক ভাবে মনোনয়ন দেয়া হয়েছে তাঁর বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর অভিযোগ দেন।

এ আসনে বিএনপি থেকে প্রাথমিক তালিকায় জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামকে মনোনয়ন দেয়া হয়। তিনি গত ১৮ ডিসেম্বর নির্বাচনী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জানা গেছে, চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে ২৩ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বিএনপির এনামুল হক এনাম, গাজী মু. শাহজাহান জুয়েল, সাইফুদ্দীন সালাম মিঠু, জামায়াতে ইসলামীর ডা. ফরিদুল আলম, জাতীয় পার্টির নুরুচ্ছফা সরকার, ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, ইনসানিয়াত বিপ্লবের আবু তাহের হেলালী ও স্বতন্ত্র প্রতিকে শাহাদাত হোসেন হিরুসহ ৮জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু বলেন, এখনো পর্যন্ত দল থেকে চূড়ান্ত ভাবে প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আমি আশাবাদী দলীয় মনোনয়ন পাব। দলীয় মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ নিবেন কিনা এমন প্রশ্নে বলেন, দলীয় ভাবে যখন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে কখন ধানের শীষের প্রার্থীর পক্ষেই কাজ করবো। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার কোন পরিকল্পনা নেই। যাকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে তার বিরুদ্ধে আপত্তি দেয়ার বিষয়ে বলেন, আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসলে সিদ্ধান্ত পেয়ে যাব।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তা বিদ্যুৎ দেব জানান, পটিয়া অফিস থেকে এ পর্যন্ত ৮জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কুমিল্লায় ১১টি আসনে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র বিতরণ

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মানিকের মনোনয়নপত্র সংগ্রহ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, সীতাকুণ্ডে সর্বোচ্চ উপস্থিতির ঘোষণা

তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রাম থেকে ৫০ হাজার নেতাকর্মী যাবে ঢাকায়

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা

মুরাদনগরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করলো স্বামী

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫

ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

বদলির আদেশ জারি হলেও বনবিভাগের ড্রাইভার এখনো বহাল তবিয়তে

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ফেনীতে বিএনপির আনন্দ মিছিল