হোম > সারা দেশ > চট্টগ্রাম

দশ ভরি সোনার গহনা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন আটোচালক

সততার বিরল দৃষ্টান্ত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিকশা চালক। কুড়িয়ে পাওয়া ১০ ভরি সোনার গহনা মালিককে ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন তিনি।

৩ দিন যাবত খুঁজে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের উপস্থিতিতে গহনাগুলো মালিককে ফিরিয়ে দেয়া অটোরিকশা চালক মাঈন উদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা।

জানা যায়, ৩ সেপ্টেম্বর সকালে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রাম থেকে সিএনজি অটোরিকশায় মুন্সীরহাট বাজারে গিয়ে নামেন এক গৃহবধূ। এ সময় ভুলে সঙ্গে থাকা ব্যাগটি সিএনজিতে রেখে যান তিনি।

পরে চালক মাঈন উদ্দিন ব্যাগটি বাড়িতে নিয়ে নিজের মামাকে অবহিত করেন। তিনি যেকোনো মূল্যে সকল মালামালসহ ব্যাগটি মালিককে ফেরত দেয়ার নির্দেশ দেন।

অথচ, মাঈন উদ্দিন ওই গৃহবধূর নাম পরিচয় কিছুই জানতেন না। পরে বিভিন্নভাবে খোঁজাখুঁজির তিনদিন পর এক পর্যায়ে ওই নারীর পরিচয় শনাক্ত করে শনিবার রাতে ওই নারীর হাতে সোনার গহনাসহ কাপড়ভর্তি ব্যাগটি বুঝিয়ে দেন।

ব্যাগটি ফেরত পেয়ে ওই গৃহবধূ বলেন, সেদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে হারিয়ে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হতাশ হয়ে যাই। তিনদিন পর সিএনজিচালক মাঈন উদ্দিন আমাকে খুঁজে সবকিছু ফেরত দিয়ে সততার দৃষ্টিান্ত স্থাপন করেছেন। তার সততায় আমরা মুগ্ধ হয়েছি।

ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুরের বাসিন্দা সিএনজি চালক মাঈন উদ্দিন বলেন, আমরা গরিব মানুষ। গাড়ি চালিয়ে যা পাই তা দিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। তাই বলে অন্যের সম্পদ নিয়ে কী করবো? প্রকৃত মালিককে খুঁজে পেয়ে তার জিনিসগুলো ফেরত দিতে পেরেছি এটাই আমার মানসিক প্রশান্তি।

সরাইলে তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

রায়পুরের এক জেলের লাশ হিজলায় উদ্ধার

রামগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কোনো মানুষকে এত মারে! কী অপরাধ ছিল তার

র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’