হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, দুই পুলিশ সদস্য ক্লোজড

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতার সেলফি তোলার ঘটনায় নানা সমালোচনার পর এবার দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

বুধবার রাতে শোয়াইব উল ইসলাম ফাহিম (২১) নামে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। শোয়াইব উল ইসলাম পটিয়া উপজেলা রড়লিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও ওই এলাকার আবুল বশরের ছেলে।

গ্রেপ্তারের পর ফাহিম থানা হেফাজতে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের ঘুমন্ত ছবিসহ পরপর বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়ে ফেসবুকে সক্রিয় থাকতে দেখা যায়।

এ খবর ছড়িয়ে পড়লে দৈনিক আমার দেশসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্যকে পটিয়া থানা থেকে ক্লোজড করা হয়। দুই সদস্য হলেন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দুই জনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

দুই পুলিশ সদস্য ক্লোজড হওয়ার বিষয়টি স্বীকার করে পটিয়া থানার ওসি জিয়াউল হক আমার দেশকে বলেন, দায়িত্ব অবহেলার কারণে প্রাথমিক ভাবে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দায়িত্বে থেকে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকায় পটিয়া পৌরসদরের কাগজী পাড়া এলাকা থেকে শোয়াইব উল ইসলাম ফাহিমকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ সৌরভ মুখার্জি ও মো. মাসুদ নামের নিষিদ্ধ সংগঠনের অপর দুই সদস্যকে গ্রেপ্তার করে।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির হাতে মোবাইল থাকা নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশের দাবি, পুলিশের অঘোচরে শরীরে থাকা অন্তর্বাসে মোবাইল লুকিয়ে রেখেছিল গ্রেপ্তারকৃত শোয়াইব। পরে পুলিশের নজরে আসলে মোবাইল ফোনটি জব্দ করা হয়।

ছয় আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলা উদ্ধার, ‘কুখ্যাত সন্ত্রাসী’ আটক

বান্দরবান বান্দরবানে সাবেক মন্ত্রী বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

হাদিকে হত্যার প্রতিবাদে দেবিদ্বারে ছাত্রজনতার বিক্ষোভ

হাদি হত্যার বিচারের দাবিতে নোয়াখালীতে সর্বদলীয় বিক্ষোভ

বিএসসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে দুদক

চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আইনজীবী আলিফ হত্যা মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম

ফেনীতে শহীদ হাদির গায়েবানা জানাজা ও মহাসড়ক অবরোধ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ