হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে আরিফ (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ওপর দুই যুবক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে বেগমগঞ্জের জীরতলী ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ জীরতলী ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জের জীরতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাক বিতন্ডা ও কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ঐদিন সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা উভয়কে সমঝোতা করে দেয়।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। সাত-আট দিন আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে এলাকার কয়েকজন যুবক বাজি ধরে ক্রিকেট খেলছিল। এ সময় খেলাকে কেন্দ্র করে দুদলের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। আরিফ বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে একই দিন সন্ধ্যায় স্থানীয় সাজুর চায়ের দোকানে ফাহিম নামে এক তরুণ তাকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি সাময়িকভাবে মিটমাট করে দেন।

বাঞ্ছারাম বাড়ির মনির জানান, শুক্রবার রাত আটটার দিকে আরিফসহ ২/৩ পার্শ্ববর্তী রুগুরামপুর গ্রামের দিকে যাওয়ার সময় ছয়ানি ইউনিয়নের জাহানাবাদ গ্রামের তোফায়েলের ছেলে ফাহিমের (১৯) নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আরিফের বুকে বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় একই বাড়ির ওমায়ের (২০) সহ আরো দুইজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্য বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে।

নিহতের বড় ভাই আকিল জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাঁধা দিলে ফাহিম (২১) ও সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ ছাড়াও আমার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকে (২২) ছুরিকাঘাত করে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান শুক্রবার দিবাগত রাত বারোটার সময় বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এখনও ঘটনাস্থলে অবস্থান করছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহীদদের রক্তের সম্মান দিতে হলে আপনাকে ‘হ্যাঁ’ ভোটের কথা বলতে হবে: সাদিক কায়েম

কৃষি ও ফ্যামিলি কার্ডের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য

এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাত মায়ের গায়ে— জনগণ মেনে নেবে না

একাত্তরে হিন্দুদের নির্যাতনকারীরাই নবরূপে ফিরে এসেছে

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা

স্লোগানকে কেন্দ্র করে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত ১০

যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লায় গাড়িবহরে হামলার ঘটনায় ২১৫ জনের নামে মামলা

চাঁদপুরে জামায়াত সেক্রেটারির নির্বাচনি জনসমাবেশ শনিবার

বিএনপি ক্ষমতায় এলে ১৭ বছরের দুর্নীতি বন্ধ হবে