হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় চকচক করছে স্বৈরাচারের নামফলক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পাঁচ মাস পরেও কুমিল্লা সার্কিট হাউজে তার নামফলকটি এখনো অক্ষত অবস্থায় চকচক করেছে।

সার্কিট হাউজের পশ্চিম পাশের ভবনে থাকা নামফলকটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।

১৬ জানুয়ারি সকালে কুমিল্লা সার্কিট হাউজের সামনে স্থানীয়রা প্রতিবাদ করে বলেন, এখানে স্বৈরাচারের নামফলক এখনো কীভাবে থাকে। ৫ আগস্টের পর রঙ দিয়ে এটি ঢাকা হয়েছিল। সম্প্রতি কেউ এটি পরিষ্কার করায় সবার নজরে পড়ছে।

সারা দেশে শেখ হাসিনার পরিবারের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। কুমিল্লা সার্কিট হাউজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় স্বৈরাচারী শেখ হাসিনার নামফলক থাকাটা মেনে নিতে পারছেন না ছাত্র-জনতা ।

স্থানীয় রবিউল আলম বলেন, দুই হাজার মানুষকে হত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার নামফলক এখনো থাকা মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান বলেন, এখনো স্বৈরাচারের দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা আওয়ামী ফ্যাসিবাদের নিশানাগুলো কৌশলে রেখে দেওয়ার চেষ্টা করছে। আমরা দাবি করছি, ফ্যাসিবাদের হোতা স্বৈরাচারী শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের কারো কোনো চিহ্ন যেন অফিসে রাখা না হয় ।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, এটি আমার চোখে পড়েনি। খোঁজ নিচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কোনো মানুষকে এত মারে! কী অপরাধ ছিল তার

র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?