হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি নেতাকে প্রার্থী করার দাবিতে ২০ কিলোমিটার মানববন্ধন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে প্রার্থী করার দাবিতে ২০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির, পৌর বিএনপি ও সহযোগী, অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে কুমিল্লা–সিলেট মহাসড়কের তিন লাখপীরের সৈয়দাবাদ এলাকা থেকে নয়নপুর পর্যন্ত এ মানববন্ধন হয়। এতে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুলসংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলের কঠিন সময়ে কবির আহমেদ ভূঁইয়া মাঠে থেকে শুধু সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছেন তাই নয়, বরং নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর রেখেছেন এবং মামলা-হামলা ও রাজনৈতিক চাপে থাকা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। অথচ ত্যাগী ও মাঠের এই নেতাকে উপেক্ষা করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানকে, যিনি দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে তেমন সক্রিয় ছিলেন না বলে অভিযোগ করেন তারা।

নেতারা মুশফিকুর রহমানের প্রার্থিতা বাতিল করে কবির আহমেদ ভূঁইয়াকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

নবীনগরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনসমাবেশ

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

বিদ্যুৎস্পর্শে সাবেক ওয়ার্ড ছাত্রদল সভাপতির মৃত্যু

২০১৮ সালে বিএনপির দয়ায় জামায়াত নির্বাচন করেছিল: ব্যারিস্টার খোকন

ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল শোডাউন

১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে ফেনী রেড ক্রিসেন্টের ভোটগ্রহণ

ছাত্রদলে এসে প্রমোশন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

লাকসামে পাঁচ বছরে ১৮ জোড়া ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

ছোট ফরিংগা সীমান্তে ৩১টি ভারতীয় গরু আটক

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে : মানিক