হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি প্রার্থীর বক্তব্য দেয়ার সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিএনপি প্রার্থীর বক্তব্য দেয়ার সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান মুখরিত হয়ে ওঠেছে হলরুম । এ ঘটনাটি ঘটেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতির আলোচনা সভায় ।

সোমবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করেন সঞ্চালক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম। নাম ঘোষণার পর প্রধান অতিথির বক্তব্য শুরু করা মাত্রই বিএনপি প্রার্থী বক্তব্য দেয়ার সময় ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম।

প্রস্তুতি সভায় হল রুমে থাকা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা সদর- ৬ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন। কিন্তু এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনর আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে । যার কারণে মনিরুল হক চৌধুরী বক্তব্য দেওয়ার শুরুতেই ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে মনোনয়ন বঞ্চিত ইয়াছিনের সমর্থকরা ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অনুষ্ঠানের শুরুতেই ব্যানারে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিনের নাম দেওয়া হয়নি । পরবর্তীতে ব্যানারে প্রধান বক্তা হিসেবে আমিনুর রশিদ ইয়াছিন এর নাম অন্তর্ভুক্ত করে প্রস্তুতি সভা করা হয় । গত ১৭ বছর কুমিল্লা সদর আসনে নেতাকর্মীদের মামলা হামলা আন্দোলনে আমিনুর রশিদ ইয়াছিন পাশে ছিলেন। এখানে উনাকে মনোনয়ন দেয়া হয়নি। নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এখানে।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান । এদিন ঢাকা শহরে জনতার জনসমুদ্র তৈরি হবে । সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান ।

ভুয়া ভুয়া স্লোগানের বিষয়ে সভাপতির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ধানের শীষ প্রতীক দিয়েছেন । তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত । আজকের যেই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কাম্য ছিল না । মানুষকে সম্মান করতে হবে । সবাইকে বলব প্রতিযোগিতা থাকবে । একটা সময় গিয়ে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা -৫ এর বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন, কুমিল্লা- ১১ আসনের বিএনপি প্রার্থী কামরুল হুদা, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, হেনা আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বদলির আদেশ জারি হলেও বনবিভাগের ড্রাইভার এখনো বহাল তবিয়তে

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ফেনীতে বিএনপির আনন্দ মিছিল

আলিফ হত্যা মামলা: বিচার শুরু হবে দায়রা জজ আদালতে

মাহফিলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পুলিশ সদস্য

নিজাম হাজারীসহ ৭১ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মনোনয়ন ফরম তুলে মনিরুল হক সাক্কু বললেন: ‘ভুল করেছি, এটা ঠিক হয়নি’

নির্বাচন বানচালে কুমিল্লা সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র

দেবিদ্বারে বিএনপিতে যোগদানের পর গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ব্যবসায়ীদের কাছে রাজনীতিবিদদের যেতে হবে: আমীর খসরু

নবযাত্রার এক বছরে চট্টগ্রামে পাঠকের ভালোবাসায় সিক্ত ‘আমার দেশ’