চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়াকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে যাচাই-বাছাইতে ১ পারসেন্ট ভোটার তালিকা সংযুক্তি কম হওয়ায় বাতিল হয় তার মনোনয়নপত্র।
জাকির হোসেন প্রধানিয়া বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট দাখিল করেন।
গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে আদেশ বাতিল করেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া। সর্বশেষ এই আসনে সবার মনোনয়ন বৈধ হওয়ায় সাতজন প্রার্থী নির্বাচনে লড়বেন।