হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলেমরা অল্প সময়ে সমাজ পরিবর্তন করতে পারেন: জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, সমাজের মানুষ আলেমদের সবচেয়ে বেশি সম্মান ও শ্রদ্ধার চোখে দেখেন। তাদের কথায় গুরুত্ব দেন, মান্য করেন। আলেমরা চাইলেই একটা সমাজ খুব অল্প সময়ে পরিবর্তন করে দেয়ার ক্ষমতা রাখেন। যদি তিনি আল্লাহর বিধান গুরুত্বের সাথে নিজে মেনে চলেন।

তিনি বলেন, কম মেধার সন্তানকে মানুষ মাদ্রাসায় ভর্তি করালেও বাস্তবে দেখা যায় মাদ্রাসার ছাত্রটিই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়। একজন কোরআনের হাফিজকে পৃথিবীর সকল শ্রেণির মানুষ ভয় পায়। এই মেধাবীরা দেশ গড়ার কাজে সমাজ সংশোধনের কাজে আন্তরিক হলে সমাজে অসংগতি, দুর্নীতি বা খারাপ কাজ থাকার কথা না। তিনি আজ সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটরিয়ামে সদর উপজেলার মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আপনাদের বড় ভূমিকা রয়েছে। সরকার প্রধানের স্পষ্ট নির্দেশনা হলো জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তেমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ব্যাপারে আমরা সিরিয়াস আছি। ডিসেম্বর মাসে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমি সুযোগ পেলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবো। সেটা স্কুল মাদ্রাসা কলেজ বা যেকোনো প্রতিষ্ঠান হোক না কেন। আমি দেখতে চাই একটা প্রতিষ্ঠান কতটা সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এদিক থেকে মাদ্রাসাগুলো এগিয়ে থাক, আদর্শ হোক।

জেলা প্রশাসক বলেন, পৃথিবীর অনেক দেশে ছেলেমেয়েদের শেখানো হয় রাস্তায় কীভাবে হাঁটতে হয়। কীভাবে রাস্তা পার হতে হয়। অন্যের সাথে কেমন আচরণ করতে হয়। বিছানাটা গুছিয়ে রাখা, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা শেখানো হয়। পরিবারের সদস্যরা পরস্পরকে সহযোগিতা করা শেখানো হয়। এদিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এ দায়িত্ব আমাদের শিক্ষকদের।

তিনি বলেন, মাদ্রাসায় ডিবেট কম্পিটিশন, ইংলিশ ডিবেট কম্পিটিশন, ইংলিশ বক্তৃতা কম্পিটিশনের আয়োজন করতে হবে। আমরা বিজয়ীদের পুরস্কার দেয়ার ব্যবস্থা করবো। নিজ উদ্যোগে বনভোজন/শিক্ষা সফরের আয়োজন করতে হবে। সহপাঠক্রমিক কার্যাবলিতে ব্যাপকভাবে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। শিক্ষাদান পদ্ধতি হওয়া উচিত বাস্তবভিত্তিক। যা শিখবে তা যেন বাস্তবে মেনে চলে। ডিবেট কম্পিটিশন আপনারা চাইলে আগামী সপ্তাহ থেকে শুরু হোক, আমরা সহযোগিতা দেবো। বিষয়ও আমরা দেবো।

সবার উদ্দেশে তিনি বলেন, পরিবারকে সময় দিতে হবে। স্ত্রী সন্তানকে নিয়ে এক টেবিলে খেতে হবে। এতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। এ সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় সন্তান বখে যায়। পরিবারে সালামের কালচার চালু করুন। স্ত্রীকে সালাম দেয়ার অভ্যাস করুন। আপনার কাছ থেকে সন্তান কিছু শিখুক। দিনশেষে আপনার পরিবারই আপনার অবলম্বন। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। কিশোর গ্যাংয়ের সাথে অনেকে জড়িয়ে পড়ে। পরিবারে সুশীল আচরণের চর্চা করুন, সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়াবে না। আমি চাই আপনার পরিবারটা সুন্দর হোক।

তিনি আরও বলেন, এ জেলায় আমার নামে কোনো নামফলক বসবে না। আমি চাই আপনাদের হৃদয়ে আমার নামফলক থাকুক।

যা করবেন ইমানের অনুভূতি নিয়ে করুন। সঠিক সময়ে প্রতিষ্ঠানে আসুন। নিজকে সকলের মধ্যে আদর্শ হিসাবে উপস্থাপন করুন। জীবনে মরণে ভালো থাকবেন।

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে দুইজনের মৃত্যু

চায়ের দোকান থেকে অস্ত্রের মুখে ৬ কিশোর অপহরণ

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

আনসার-ভিডিপি ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজার গ্রেপ্তার

আজ থেকে সেন্টমার্টিনে রাতযাপনের অনুমতি পাচ্ছেন পর্যটকরা

নিদারুণ কষ্টে পরশুরামের মেজবাহারের পরিবার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে দোয়া

ভুল অপারেশনে মৃত্যুর অভিযোগে মামলা নিতে পুলিশের গড়িমসি

‘খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও’

সন্দ্বীপে শালা–দুলাভাই সিন্ডিকেট: উপজেলা প্রকৌশলীর দুর্নীতি পাহাড়