হোম > সারা দেশ > চট্টগ্রাম

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুল মোবিন

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তার মনোনয়নপত্রের বৈধতা পুনর্বহাল করা হয়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ডা. আব্দুল মোবিন নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা শেষে কমিশন আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুল মোবিন বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। এখন শান্তিপূর্ণভাবে নির্বাচনি মাঠে থেকে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেবো।

তিনি আরও বলেন, আগামী দিনের নির্বাচনি প্রচারণায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিক যাচাই-বাছাইয়ে মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরবর্তীতে কয়েকজন প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন শুনানি শেষে সিদ্ধান্ত ঘোষণা করে। ডা. আব্দুল মোবিনের প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: রুমিন ফারহানা

খালেদা জিয়ার আদর্শ অনুসরণে দায়িত্বশীল নাগরিক হতে পারবে শিক্ষার্থীরা

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৯ ডাকাত

হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ২০

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি গণেশ গ্রেপ্তার

সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন

চুরি-দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা সম্মানের: হাসনাত আব্দুল্লাহ

আশুগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদরাসা

ইউসিবির ৪৭ কোটি টাকা ঋণ কেলেঙ্কারি, দুদকের মামলায় আসামি ৯৩

এবারের নির্বাচন ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত