সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ২০১৮ সালে বিএনপির দয়ায় জামায়াত নির্বাচন করেছিল। আওয়ামী লীগ তাদের ব্যান্ড করে দিয়েছিল, তাদের মার্কা ছিল না। তারা আ.লীগ নিষিদ্ধের পক্ষে কাজ করে, আবার ক্ষমা করে তলে তলে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার সময় নোয়াখালীর সোনাইমুড়ী রেলওয়ে চত্বরের জনসভায় এবং এর আগে চাষিরহাট ইউনিয়নে কর্মিসভা ও চাটখিল রামনারায়ণপুর উচ্চবিদ্যালয় মাঠে পৃথক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার খোকন এসব কথা বলেন।
বিএনপি তথা খালেদা জিয়ার দল অত্যন্ত উদার ও গণতান্ত্রিক। আওয়ামী লীগ তাদের ব্যান করে দেয়ায় বিএনপি ধানের শীষ মার্কা দিয়েছে তাদের নির্বাচন করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক (মার্কা) নিয়ে জামায়াতে ইসলামী নির্বাচন করেছিল।
জামায়াত বারবার জোট পরিবর্তন করেছে। বিএনপির সাথে না থাকার কারণে আওয়ামী লীগ আমলে তাদের অনেক নেতার ফাঁসি হয়েছে। একেক সময় একেক কথা বলা তাদের নীতিতে পরিণত হয়েছে। ২০০১ সালের নির্বাচনে আমরা (বিএনপি) বিজয়ী হয়ে সরকার গঠন করি। ওই সময় জামায়াত থেকে আমরা মন্ত্রী বানিয়েছি। এ কারণে বিএনপিকে রাজনৈতিক অঙ্গনে অনেক কথা শুনতে হয়েছে। জামায়াত তাদের দুর্দিনের কথা ভুলে গিয়ে, এখন ভোল পাল্টে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। কেউ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ সরাসরি তা প্রতিরোধ করবে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো। এ সময় পৃথক জনসভা ও কর্মিসভায় বক্তব্য রাখেন সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান রানা, সোনাইমুড়ি উপজেলা বিএনপি সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, পৌর বিএনপি সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব প্রমুখ।
ব্যারিস্টার খোকন বিএনপি নেতাকর্মীদের সকল ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। শুক্রবার রাতে জনসভা শেষে রাত সাড়ে ৯ টায় সোনাইমুড়ি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। সোনাইমুড়ী চাষিরহাট ও ও চাটখিলেও লিফলেট বিতরণ করেন ব্যারিস্টার খোকন।