হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালায় মেম্বার ও ছেলে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদল গ্রামের বসতঘরের ছাদে শুকানোর সময় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে দৌড়ে পালিয়ে যায়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নে এই অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড়ে অভিযান চালিয়ে মো. কাউছার (৩০) নামে এক যুবককে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে।

পরে তার দেয়া তথ্যে ইউপি সদস্য শশীদল গ্রামের নুরুল ইসলামের বসতঘরের বিল্ডিংয়ের ছাদে তল্লাশি চালিয়ে রোদে শুকানোর সময় আরো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করেন। ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

দলীয় কর্মীকে শুয়োরের বাচ্চা বললেন এমপি প্রার্থী

নির্বাচনি মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: মঞ্জু

টেকনাফে সমুদ্র সৈকত ভেসে আসলো অজ্ঞাত শিশুর লাশ

১২ আওলিয়ার মাজার জিয়ারত করে ধানের শীষের প্রচারে আসলাম চৌধুরী

নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে: সেনাপ্রধান

বিলাসী জীবন ত্যাগ করে সন্দ্বীপবাসীর সেবা করতে এসেছি: অধ্যাপক আমজাদ

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ২

সুষ্ঠু নির্বাচনে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

চট্টগ্রামে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা