হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোলাকুলি করে প্রশংসায় ভাসছেন বিএনপি-জামায়াত প্রার্থী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা-৫ আসনে কোলাকুলি করে প্রশংসায় ভাসছেন বিএনপি-জামায়াত প্রার্থী। তারা হলেন বিএনপি প্রার্থী জসিম উদ্দন ও জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেন। রোববার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা এলাকায় দুজনে কোলাকুলি ও কোশল বিনিময় করেন। পরে যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তাদেরকে নিয়ে শুরু হয় নেটিজেনদের প্রশংসা।

এমন দৃশ্য দেখে জামায়াতের কর্মী মো. শরিফুল ইসলাম বলেন, এই ধরনের দৃশ্য রাজনীতিতে নতুন করে প্রাণের সঞ্চার করবে। এমনই হওয়া উচিৎ। বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দিন এবং জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেন কুমিল্লা- ৫ আসনের মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন।

কৃষক দলের নেতা মিজানুর রহমান বলেন, আমাদের নেতা হাজী জসীম উদ্দিন বলেছেন প্রতিহিংসা নয় প্রতিযোগিতা করার জন্য। আমরা প্রতিহিংসা চাই না।

এ সময় জামায়াত প্রার্থী ড. অ্যাডভোকেট মোবারক হোসেন বলেন, হাজী জসিম উদ্দিন ভাই আমাকে যথেষ্ট স্নেহ করেন । আমরা শ্রদ্ধা করি উনাকে । উনি আমাদের এলাকার অভিভাবক । আমরা আগামী দিনে প্রতিহিংসার রাজনীতি না করে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই । আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে । বাংলাদেশের মধ্যে এটা একটা অন্যতম উদাহরণ । সবার সাথে আমাদের সম্পর্ক আছে । আমাদের এখানে প্রতিহিংসার কোনো রাজনীতি নেই । ভবিষ্যতেও প্রতিহিংসার রাজনীতি থাকবে না ।

বিএনপি প্রার্থী জসিম উদ্দিন বলেন, নির্বাচনি মাঠে আমরা কাজ করছি একে অন্যের সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে । আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না । আমরা প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভালোবাসা দিয়ে মানুষর মন জয় করার জন্য।

ন্যায়বিচারের আশায় রোহিঙ্গারা

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: রুমিন ফারহানা

খালেদা জিয়ার আদর্শ অনুসরণে দায়িত্বশীল নাগরিক হতে পারবে শিক্ষার্থীরা

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৯ ডাকাত

হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ২০

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি গণেশ গ্রেপ্তার

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আব্দুল মোবিন

সীমান্তে গুলিবিদ্ধ শিশুটি আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন

চুরি-দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা সম্মানের: হাসনাত আব্দুল্লাহ

আশুগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল মাদরাসা