সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোট থেকে পরে জেলের লাশ মিলল ৩ দিন পর। মঙ্গলবার সকালে আলী আকবর ডেইল বায়ু বিদ্যুতের কুতুবদিয়া কূলে ভেসে পাশে লাশটি।
জানা যায়, উপজেলার কৈয়ারবিল মধ্য মৌলভীপাড়ার বাসিন্দা কবির আহমেদের ছেলে আনিছুর রহমান (২০) গত রোববার সকালে সাগৈরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোট থেকে পের নিখোঁজ হয়। বোটের মালিক একাধিক বোট নিয়ে খুঁজেও তার সন্ধান পায়নি। অবশেষে মঙ্গলবার সকালে সৈকতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার লাশ করে।
থানার ওসি মো. আরমান হোসেন বলেন, সৈকতে ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়েছে। সনাক্তের জন্য জেলের পরিবারকে খবর দেয়া হয়েছে।