হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশন অচল

সেলিম উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় তীব্র আকার ধারণ করেছে এলপিজি অটোগ্যাসের সংকট। ফলে উপজেলার সাতটি ফিলিং স্টেশন কার্যত অচল হয়ে পড়েছে। গত শুক্রবার রাত ১২টার পর থেকে অধিকাংশ ফিলিং স্টেশনে ‘গ্যাস শেষ’ লেখা নোটিস ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

গত কয়েকদিন ধরে দেশজুড়ে এলপিজি সংকট চললেও উপজেলায় সরবরাহ কিছুটা স্বাভাবিক ছিল। তবে গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সংকটে পড়েছেন এ গ্যাসের ওপর নির্ভরশীল হাজারো পরিবহন চালক। 

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম জেলার দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলি, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়াসহ উপজেলা পর্যায়ের ফিলিং স্টেশনগুলোর কোথাও গ্যাস মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা।

গত শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পার্শ্ববর্তী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সামনে হাজী ওবায়দুল হোসাইন এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্যাস না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে নোহা মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ এলপিজিচালিত বিভিন্ন যানবাহন। 

সিএনজি অটোরিকশা চালক কালাম বলেন, কয়েকদিন ধরে গ্যাস না পাওয়ায় খুব কষ্ট হচ্ছে। গ্যাস পাওয়ার আশায় সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম। আমার সিরিয়াল আসার আগেই ফিলিং স্টেশনে গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস না পাওয়ায় গাড়ি নিয়ে কীভাবে বাড়ি পর্যন্ত যাব, তা নিয়ে চিন্তায় আছি। এর আগে গত ১০ জানুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশে বর্তমানে ১ লাখ ৪০ হাজার টন এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ অর্থাৎ ১৫ হাজার টন এলপিজি অটোগ্যাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তারা সতর্ক করেন যে, সরবরাহ নিশ্চিত করা না গেলে অটোগ্যাস শিল্প ধ্বংস হয়ে যাবে। তারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

ধর্মের উছিলায় রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

আ.লীগের নির্যাতনে থেমে গেছে জীবন: কেউ হারিয়েছে ভাই, কেউ সন্তান

জুলাই শহীদ ইশমামের কবর জিয়ারত করলেন আসিফ মাহমুদ

এনসিপির নাহিদ ও আসিফ আজ রামগঞ্জে যাচ্ছেন

চট্টগ্রাম-১২, এলডিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

চাঁদপুরে নিম্নমানের উপকরণে রাস্তা সংস্কার, উঠে যাচ্ছে কার্পেটিং

পোস্টারবিহীন প্রচার, প্রভাব পড়ছে না জনমনে

হাসনাতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

ডা. শফিকুর রহমান ফেনী যাচ্ছেন ৩০ জানুয়ারি

পুরুষ প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন নারী ভোটাররা