হোম > সারা দেশ > চট্টগ্রাম

মামলার প্রতিবেদন দিতে দারোগা ঘুষ নিলেন ৯ হাজার

উপজেলা প্রতিনিধি (পেকুয়া) কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের বিনিময়ে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে উপপরিদর্শক (এসআই) মাশুকুর রহমানের বিরুদ্ধে।

ভুক্তভোগী মোক্তার হোসেন (পশ্চিমকুল, মগনামা ইউনিয়ন) অভিযোগ করেন—তিনি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন লাখ টাকার প্রতারণা মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পেকুয়া থানাকে তদন্তের নির্দেশ দিলে দায়িত্ব পান এসআই মাশুকুর রহমান।

অভিযোগ অনুযায়ী, এসআই মাশুকুর মামলার তদন্ত প্রতিবেদনের জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে নিরুপায় হয়ে মোক্তার হোসেন দু’কিস্তিতে মোট নয় হাজার টাকা দেন এবং বাকি ১১ হাজার টাকা প্রতিবেদনের সময় দেয়ার আশ্বাস দেন।

দারোগা মাশুকুর রহমান ঘুষ নেয়ার কিছুদিন পর ভুক্তভোগীকে ডেকে এনে তিন লাখ টাকার মধ্যে এক লাখ টাকা দিয়ে বিবাদীর সাথে আপোষ হওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। এতে মোক্তার হোসেন রাজি না হলে তার বিপক্ষে প্রতিবেদন দিবে বলে হুমকি ধমকি দেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যায় পেকুয়া থানায় সশরীরে হাজির হয়ে এসআই মাশুকুর রহমানের বিরুদ্ধে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিতে গেলে ওসির রুমে এসআই মাশুকুর রহমানহ আরো কয়েকজন পুলিশ সদস্য মিলে বাদীকে নানান কথা বললে হট্টগোল বাধে। পরে বাদী ওসিকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়ে ওসির কক্ষ ত্যাগ করেন।

অভিযুক্ত এসআই মাশুকুর রহমান ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা বলেন, ‘লিখিত অভিযোগ এখনো পাইনি। মৌখিকভাবে জানতে পেরে খোঁজ নিয়েছি, অভিযোগ সত্য নয় বলে জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

দলীয় কর্মীকে শুয়োরের বাচ্চা বললেন এমপি প্রার্থী

নির্বাচনি মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: মঞ্জু

টেকনাফে সমুদ্র সৈকত ভেসে আসলো অজ্ঞাত শিশুর লাশ

১২ আওলিয়ার মাজার জিয়ারত করে ধানের শীষের প্রচারে আসলাম চৌধুরী

নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে: সেনাপ্রধান

বিলাসী জীবন ত্যাগ করে সন্দ্বীপবাসীর সেবা করতে এসেছি: অধ্যাপক আমজাদ

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ২

সুষ্ঠু নির্বাচনে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

চট্টগ্রামে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা