হোম > সারা দেশ > চট্টগ্রাম

পঞ্চম বার মনোনয়ন পেয়ে রেকর্ড গড়লেন সরোয়ার জামাল নিজাম

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে পঞ্চম বারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে রেকর্ড গড়লেন সরোয়ার জামাল নিজাম।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনয়নের তালিকা প্রকাশ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ২৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

ঘোষিত তালিকায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে প্রার্থী হয়েছেন সরোয়ার জামাল নিজাম। এবারসহ তিনি পাঁচবার এই আসনে মনোনয়ন পেয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। এরমধ্যে তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করায় তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।

সরোয়ার জামাল নিজামকে প্রার্থী ঘোষণা করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে তৃণমূলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

প্রার্থী সরোয়ার জামাল নিজাম বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা জনগণের ভালোবাসা ও আস্থার সঙ্গে পূরণ করতে চাই। আনোয়ারা–কর্ণফুলীর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা-স্বাস্থ্য খাতে যুগোপযোগী পরিবর্তন আনতে কাজ করব। জনগণের অধিকার ফিরিয়ে আনাই হবে আমার মূল লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা মাঠে আছি, মাঠেই থাকব। আমি আনোয়ারা–কর্ণফুলীর প্রতিটি মানুষের পাশে থাকতে চাই।’

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার