কুমিল্লার দেবিদ্বারে জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের মূল হোতা জাকির হোসেন পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে তারা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিকাপুর সিএনজি স্টেশন এলাকায় থেকে তিনজনকে মাদকসহ আটক করে।
আটকরা হলেন মো. বাবুল (৫৮), মো. মোস্তফা (২২) ও মো. সিয়াম (১৯) তাদের কাছ থেকে একটি ব্যাগে থাকা খাকি টেপে মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক আসামিদের দেয়া তথ্যার ভিত্তিতে মাদক চক্রের মূলহোতা জাকির হোসেনকে গ্রেপ্তার করতে রাতভর অভিযান চালায় পুলিশ। পরে ভিরাল্লা স্টেশন এলাকায় মাদক কারবারি জাকির পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং রাস্তার পাশে একটি ব্যাগ ফেলে দেয়, সেই ব্যাগ থেকেও ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক বাবুল মিয়া জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর গ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, আসামি তিনজনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।