হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রায় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার জয়নগর-ব্যাসপুর সড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকা থে‌কে তা‌দের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ফেনীর ছাগলনাইয়া থানার দক্ষিণ আন্ধারমানিক গ্রামের নূরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪০) এবং একই থানার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাসেমের ছেলে মো. নূরুল আলম (৪০)।

র‌্যাব-৬-এর সূত্র জা‌নিয়েছে, মাদকের এক‌টি বড় চালান কা‌শিয়ানীর ওপর দিয়ে পাচার হবে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কা‌শিয়ানী উপজেলার মা‌ঝিগাতী বাসস্ট‌্যাড এলাকায় অভিযান চালায় র‌্যাব-৬-এর এক‌টি আভিযা‌নিক দল। পরে মাই‌ক্রোবাসসহ মো. আবু তাহের ও নুরুল আলমকে আটক করা হয়। এ সময় মাই‌ক্রোবাস‌টিতে তল্লাশি চালিয়ে ৪২ কে‌জি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিদের কাশিয়ানী থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান বিষয়‌টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল আটক দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

‎পরশুরামে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে র‌্যাব কর্মকর্তার লাশ

হাসনাতকে সমর্থন জানিয়ে প্রার্থী সরাল বাংলাদেশ খেলাফত মজলিস

সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুর: যেভাবে র‌্যাব সদস্যকে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শতাধিক ঘর পুড়ে ছাই

গত বছর মিলেছিল অস্ত্রকারখানা, এবার নিহত হলো র‍্যাব কর্মকর্তা

বন্ধ করা যাচ্ছে না টপসয়েল বিক্রি হুমকিতে কৃষি উৎপাদন

খাস জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা গ্রেপ্তার

জঙ্গল ছলিমপুরে এবার র‍্যাব সদস্যকে হত্যা, নেপথ্যে সেই সন্ত্রাসী ইয়াছিন

মতলবের সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন