ফরিদগঞ্জের কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে শারমিন আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রী ও রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডার বাজারের শরীফ হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে উভয় স্থান থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
মৃতের স্বামীর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ মিয়া জানান, শারমিন আক্তার (২১) আলোনিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মামুন হোসেনের স্ত্রী। দুই বছর আগে তার বিয়ে হয়। ঘটনার দিন বুধবার বিকেলে স্বামীর বসতঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় লাশ ঝুলে আছে দেখে বাড়ির লোকজন ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও স্বামীর সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এদিকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডার বাজারের ইলেকট্রিক সামগ্রী বিক্রেতা শরীফ হোসেন (৩২) বুধবার সন্ধ্যায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী জানান, দোকানের ভিতরের অংশে ব্যবসায়ীর ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই শরীফের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এক বছর পূর্বে সে বর্ডার বাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকান দেয়। শরীফ হোসেনের বাড়ি পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামে। সে ওই গ্রামের মমিন হোসেনের পুত্র। ৪/৫ বছর পূর্বে সে বিয়ে করে। তবে তার কোনো সন্তান ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।