বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রামগঞ্জে আসছেন।
বিকেল সাড়ে ৪টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তারা এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী মাহাবুব আলমের নির্বাচনি জনসংযোগে বক্তব্য দেন। শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ।