হোম > সারা দেশ > চট্টগ্রাম

লঞ্চঘাটে ‘চাঁদা’ তুলতে গিয়ে ছাত্রদল নেতা আটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে ‘চাঁদা’ তুলতে গিয়ে দুই সহযোগীসহ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়ন আটক হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আটক নয়ন রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। আটক অপর দুই জনের মধ্যে আহাদ আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে ও ইকবাল হোসেন রামগতি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট থেকে চাঁদাবাজির অভিযোগে কোস্টগার্ড তাদেরকে আটক করে।

রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম জানান, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নয়নসহ ৩ জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রশিদ বই উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চঘাটের ইজারার কোন কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদেরকে রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, কোস্টগার্ড ৩ জনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছেন। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা হলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ

নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে প্রতিনিধি দল

সাজ্জাদ হত্যা মামলা তুলে নিতে অস্ত্রধারীদের হুমকি, অভিযোগ নিহতের মায়ের

বিতর্কিত বক্তব্যে শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিলো জামায়াত

চীনের উপহার পেলেন চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা

দুর্ভোগ এড়াতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ব্যতিক্রমী সাইকেল র‍্যালি

১৭ বছরে ১৭ সেকেন্ডও দেখিনি বিএনপি প্রার্থীকে

অবশেষে ছোটো সাজ্জাদকে রাজশাহী ও স্ত্রীকে ফেনী কারাগারে স্থানান্তর

‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষের’ অভিযোগে পদত্যাগ এনসিপি নেতার

নোবিপ্রবিতে রিসার্চ প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত