দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা পর কক্সবাজারের মহেশখালী উপজেলার আলোচিত মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকায় স্ক্র্যাব ভাগাড়ে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে বিদ্যুৎকেন্দ্রের মূল প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। স্ক্র্যাব ভাগাড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওখানে কাঠসহ অপ্রয়োজনীয় মালামাল স্তূপ আকারে রাখা ছিল।
মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই আগুন দীর্ঘ সময় ধরে জ্বললেও তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
রাম প্রসাদ সেন বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র্যাব রাখার ভাগাড়ের আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করেছে।
সোমবার রাতে স্থানীয়রা জানিয়েছিলেন, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, বিদ্যুৎকেন্দ্রের ভেতরের স্ক্র্যাব ইয়ার্ডে আগুন লেগেছিল। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
প্রসঙ্গত, ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
এসআই