হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় দুই বিদ্রোহীকে বহিষ্কার করল বিএনপি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় কুমিল্লার দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি।

বহিষ্কৃতরা হলেন কুমিল্লা-২ আসনের ইঞ্জিনিয়ার আবদুল মতিন। এ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। কুমিল্লা-৭ আসনে আতিকুল আলম শাওনকে বহিষ্কার করা হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদ।

বুধবার দিবাগত (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারের চিঠি পাওয়ার পর কুমিল্লা-৭ আসনে বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে এর চেয়ে বড় কিছু কোরবানি করতে প্রস্তুত।

কুমিল্লা- ২ (হোমনা-তিতাস) আসনে বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। তিনি বলেন, আমি মাঠে আছি, থাকব। শেষ পর্যন্ত জনগণের রায় নিয়েই মাঠ ছাড়ব। কারণ এই আসন থেকে কখনোই কোনো বহিরাগত প্রার্থী নির্বাচিত হতে পারেনি। দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল—হোমনা-তিতাস উপজেলার মধ্য থেকেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। কিন্তু সে দাবি উপেক্ষা করে আসনের বাইরের একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এতে সাধারণ জনগণ ও দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের প্রবল চাপ ও অনুরোধেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।

এছাড়া কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। সামিরা আজিম দোলার বিএনপিতে দলীয় কোনো পদ নেই। তবে তিনি ভোটের মাঠে চমক দেখাবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।

থানচিতে বিএনপি প্রার্থী জেরির নির্বাচনি প্রচার শুরু

কুমিল্লায় বিএনপি প্রার্থী ড. মোশাররফের প্রচার শুরু

নির্বাচনি প্রচারে এসে ‘না’ ভোট চাইলেন সুন্নি জোটের প্রার্থী

চাঁদপুর-৪ আসনে নির্বাচনি দায়িত্বে কেন্দ্রীয় যুবদলের তারেকুর রহমান

নির্বাচনি ফেস্টুন লাগাতে বাধা দেওয়ায় বিএনপি-জামায়াতের কর্মীদের মারামারি

পরশুরামের মুহুরী নদী থেকে নারীর লাশ উদ্ধার

উখিয়ায় ইনানী বন ধ্বংসের মহোৎসব

বিএনপি প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত, হাসনাতকে বিজয়ের হাতছানি

দোয়া চেয়ে নির্বাচনি প্রচার শুরু করলেন সালাহউদ্দিন আহমদ

র‌্যাব কর্মকর্তা হত্যা মামলায় সন্ত্রাসী ইয়াছিনসহ ২০০ আসামি