চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী ও আকবর শাহ আংশিক) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষিত কাজী সালাউদ্দিনকে নিয়ে তৃণমূলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
রোববার সীতাকুণ্ড পৌরসভা সদরে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়াও উত্তর পাহাড়তলী ও আকবর শাহ এবং কর্নেল হাট এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বলেন, বিগত সতেরো বছর দলের দুঃসময়ে হাজারো মামলা, হামলা ও নির্যাতনের মুখোমুখি হলেও কাজী সালাউদ্দিন কখনো তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। এমনকি নির্যাতিত নেতাকর্মীদের আর্থিক বা নৈতিক কোন সহযোগিতাও করেননি।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদরের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব ছালে আহাম্মদ সদাগরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ডাক্তার জাকির হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী, মোজাহির উদ্দিন আশরাফ, শাহাবুদ্দিন রাজু, সৈয়দপুর, আহ্বায়ক মুরাদপুর, বাড়বকুণ্ড, কুমিরা সোনাইছড়ি, ভাটিয়ার ও সেলিমপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্রদল আহ্বায়ক।
একই দাবিতে গত শুক্রবার উত্তর পাহাড়তলীর ফিরোজ শাহ মিনার থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। উত্তর পাহাড়তলী ৯ নাম্বার ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকার প্রভাতি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন, চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে ধানের শীষ প্রতীকে লায়ন আসলাম চৌধুরীর নাম ঘোষণা না করা পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, তৃণমূলের দীর্ঘদিনের দাবি ও ত্যাগ বিবেচনায় এনে লায়ন আসলাম চৌধুরীকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য।