হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির নাম ভাঙিয়ে যুবলীগ নেতা রুবেলের চাঁদাবাজি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় বিএনপির নাম ভাঙিয়ে এক যুবলীগ নেতার চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার দুপুরে নগরীর চকবাজার এলাকায় দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসেন তারা। এ সময় তারা চকবাজার রাজগঞ্জ রাস্তা বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ।

জানা যায়, রুবেল কুমিল্লার সাবেক এমপি বাহারের কর্মী ছিলো। যুবলীগ নেতা ছিলো। তাদের কোনো দল নেই । যখন যেই দল ক্ষমতায় আসে তখন সেই দলের অনুসারী হয়ে যায় এই সুযোগ সন্ধানীরা ।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে কুমিল্লা কিছু সুযোগ সন্ধানী যারা ফ্যাসিবাদের দোসর ছিলো তারা এখন কুমিল্লা মহানগর এলাকাভিত্তিক চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকব্যবসা করছে। কেউ এলাকাভিত্তিক বাড়ি নির্মাণে ইট বালু সিমেন্ট দেওয়ার নামে সাধারণ মানুষকে বাধ্য করছে ।

আমি চাই এদের এলাকাভিত্তিক তালিকা করে ওয়ার্ডে ওয়ার্ডে এদের নাম ও তাদের পৃষ্ঠপোষক নাম টাঙিয়ে দিতে হবে।তাদের কোনো দল নেই। তাদের সাথে দলের কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশেদুল হাসান বলেন, আজ কুমিল্লা চকবাজারে এক দুঃসাহসিক প্রতিবাদ করেছে জনগণ। বিগত কয়েকদিন ধরে চকবাজারের ব্যবসায়ীদের বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ করে স্থানীয় ক্যাডার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে। ফ্যাসিবাদ বিরোধী সময়ে এরচেয়ে সুন্দর দৃশ্য নেই। সামনে যেই সরকারই ক্ষমতায় আসুক হাতে-হাতে মোবাইল ফোন-ইন্টারনেট এবং বাকস্বাধীনতার বিরুদ্ধে দুঃশাসন ও অপকর্ম করে বেশিদিন টিকতে পারবে না কেউ।

কুমিল্লা মহানগর এবি পার্টি সভাপতি গোলাম সামদানী বলেন, কুমিল্লা চকবাজার এলাকায় চাঁদাবাজরা সক্রিয় । আর ব্যবসায়ীরা দোকান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছে । চাঁদা বন্ধ না হলে এই প্রতিবাদ চলতে থাকবে ।

কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম দৈনিক আমার দেশকে বলেন, রুবেল নামে একজন চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে । ব্যবসায়ীরা এরই প্রতিবাদ করেছে । শুনেছি সে আগে আওয়ামী লীগ করতো ।

নথিতে সংখ্যা মুছে ৪০ কোটি টাকা পৌরকর ফাঁকি

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার

নতুন মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭

জায়গা নিয়ে বিরোধ: বাঁশখালীতে ইটের আঘাতে গৃহবধূকে হত্যা

গরু চুরি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

নিম্নমানের ইট দিয়ে চলছে ৬ কোটি টাকার কাজ, স্থানীয়দের বাধা

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মাটিরাঙায় পূজা দেখতে গিয়ে ধর্ষিত কিশোরী, আটক দুই

চাঁদপুর-শরীয়তপুরের মধ্যে হচ্ছে দেশের দীর্ঘতম সেতু