হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারেক রহমানের গণসংবর্ধনায় চট্টগ্রামের এক লাখ নেতাকর্মী

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণসংবর্ধনায় বন্দরনগরী চট্টগ্রাম থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক লাখ নেতাকর্মী ঢাকায় পৌঁছেছে। সবশেষ গত বুধবার রাতেও হাজার হাজার বাস, ট্রেন, বিমানে ও ব্যক্তিগত পরিবহনে রাজধানী ঢাকার উদ্দেশ্য ছুটে যায়।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক, রেল ও আকাশ পথে আমাদের এক লাখ নেতাকর্মী ঢাকায় পৌঁছেছে।

জানা যায়, প্রায় ১৮ বছর তারেক রহমান দেশে ফেরায় অনেকটা ঈদ যাত্রার মতো কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা ব্যক্তিগত পরিবহন কার, মাইক্রো, মোটরসাইকেলে ও হায়েজে ঢাকার দিকে ছুটেন। আবার কেউ উড়াল দিয়েছেন আকাশ পথে। উদ্দেশ্য সবার একটাই স্বদেশ প্রত্যাবর্তণ করা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানানো।

সরেজমিনে বুধবার রাত ১১টায় নগরীর বটতলী রেলওয়ে স্টেশনে দেখা যায়, সেখানে উপচেপড়া ভিড়। প্রায় সবকটি ট্রেন কানায় কানায় পরিপূর্ণ। নির্ধারিত আসনের বাইরেও শতশত নেতাকর্মী দাঁড়িয়ে পড়েছেন ট্রেনের বগিতে। তাদের কারো হাতে, কাঁধে ব্যাগ, কারো হাতে পানির বোতল কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র৷ কেউ বাড়িতে থাকা প্রিয়জনকে অভয় দিচ্ছেন, কেউবা সহযোদ্ধাদের সাথে সময় পার করছেন৷ যে যেভাবে পেরেছেন ট্রেনের এক কোণে দাঁড়িয়ে পড়েছেন৷ এসময় তারা একে অপরের সাথে স্টেশন প্লাটফর্মে শুভেচ্ছা বিনিময় করছেন৷ স্টেশন প্লাটফর্মে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানকে নেতাকর্মীদের নানান দিকনির্দেশনা দিতে দেখা যায়।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত তূর্ণা নিশিতা ও মেইল ট্রেন নামে একইসাথে ২টি করে চার দফায় মোট ৮টি ট্রেন ঢাকার উদ্দেশ্য চট্টগ্রাম নগর ছেড়ে গেছে। এসব ট্রেনে ৯০ শতাংশ যাত্রী বিএনপির নেতাকর্মী। এসব ট্রেনে বুধবারই প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছে। যুবদল ও ছাত্রদল বিএনপির সঙ্গে সমন্বয় করে প্রত্যকটি ট্রেনে বগি বরাদ্দ নিয়েছেন৷ বেশ কয়েকদিন আগেই রেলওয়ের সাথে কথা বলে এসব স্পেশাল ট্রেন বরাদ্দ নেয় বিএনপি নেতারা।

অন্যদিকে নগরীর একে খান, বিআরটিসি বাস স্টেশন, দামপাড়া, অলংকার, কদমতলী, সিনেমা প্যালেস এলাকা থেকে ঢাকার উদ্দেশ্য অসংখ্য বাস প্রতি ১০ মিনিট পরপর ছেড়ে যায়। সেখানে গিয়ে দেখা যায়, এসব বাসের কোন আসন খালি নেই। নির্ধারিত আসনের বাইরেও অনেকে ওঠে পড়েছেন ঢাকায় যেতে৷

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ বলেন, দূরের যাত্রা হলেও কেউ কোন কষ্টের কথা চিন্তা করছে না৷ দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়েক তারেক রহমানের টানে, দলের টানে তাকে একনজর দেখতে নেতাকর্মীরা ছুটছেন ঢাকায়৷ ইতিমধ্যে চট্টগ্রাম থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন৷ অনেকে বিমানে, ব্যক্তিগত গাড়িতে যাচ্ছেন৷ আমরা প্রত্যেকে সাধারণ নেতাকর্মীদের সহযোগিতা করছি৷

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম জানান, গত তিনদিন ধরে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্য চট্টগ্রাম ছেড়ে আসছেন৷ চট্টগ্রাম নগর ছাত্রদলের ৪৩ টি ওয়ার্ড, ১৫টি থানা ও ৩০টি কলেজ শাখার ১০ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছে ইতিমধ্যে। বুধবার চারটি ট্রেনে আরও ৫ হাজার নেতাকর্মী আসছে৷ আমরা সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে এবং কোন ধরণের উস্কানিতে পা দিতে অনুরোধ করছি। তিনি আরও জানান, আজ আমাদের চাঁদ রাত এবং কাল ঈদ। ১৮ বছর পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরছেন৷ আমাদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে। ব্যাপক উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা রাজধানীর বুকে পা রাখছেন৷

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, বুধবার সন্ধ্যার পর থেকে চারটি ট্রেনে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় গেছে। এছাড়াও সকালে, দুপুরে ও বিকালে কয়েকটি ট্রেন রওয়ানা হয়৷ আমিও ট্রেনে নেতাকর্মীদের সাথে নিয়ে রওয়ানা হয়েছি। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় গেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আগমন ঘিরে৷ কেবল মহানগর থেকে ২০ হাজার নেতাকর্মী পৌঁছেছে। আমাদের জানা-শোনার বাইরেও শতশত নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় গেছে। নেতাকর্মীদের প্রতি নির্দেশনা হলো কেউ যেন কোন ধরনের উস্কানিতে পা না দেয় এবং সুশৃংখল থাকে।

ছোটো মেয়ের পর এবার মারা গেলেন বড় মেয়ে

কাপ্তাই হ্রদের পানি না কমায় ১৩ হাজার কৃষক বিপাকে

ফেনী গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

অপতথ্য ছড়িয়ে নির্বাচনকে ভন্ডুল-বাধাগ্রস্ত করা যেন না হয়

ধরাছোঁয়ার বাইরে শ্রমিকলীগ নেতা বালু আব্বাস

চার কর্মকর্তার অর্ধ কোটি টাকা ঘুস কারবার

রাতভর মাইকের শব্দে অতিষ্ঠ নগরবাসী, ঘুমে চট্টগ্রামের প্রশাসন

মাটি কেটে ইটভাটায় নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের ৩ লাখ টাকা জরিমানা

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকার পথে হাজারো নেতাকর্মী

সীতাকুণ্ড থেকে ঢাকায় আসছে বিএনপির ২০ হাজার নেতাকর্মী