হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদের পোশাক পেয়ে এতিম শিশুদের মুখে হাসি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

মো. আরিফ। ১২ বছরের এই শিশু পড়ে নাজেরা বিভাগে। মা-বাবা না থাকায় যেন ঈদের আনন্দও নেই তার মাঝে। আরিফের মতো অর্ধশতাধিক শিশুই পড়ালেখা করছে এতিমখানায়। এর মধ্যে কারও বাবা নেই, আবার কারও নেই মা। তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সালামিসহ দেওয়া হয়েছে উপহার। নতুন পোশাক পেয়ে হাসি ফুটেছে শিশুদের মুখে।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইকরা হাফিজিয়া এতিমখানা মাদরাসার উদ্যোগে তাদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, মাদরাসায় ২৫০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে আবাসিকে রয়েছে ১২০ জন। যাদের ৫৫ জনই এতিম। প্রতি বছরই এতিম শিশুদের ঈদ উপহার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও ঈদ উপহার পেয়েছে ১২০ শিশু।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জেলা শাখার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চরবসু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক, মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর ফিরোজ রাইহান, সমাজসেবক আবদুল গনি।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফ হোসেন, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী মিঠু, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী ফখরুল ইসলাম মাহমুদ প্রমুখ।

অতিথিরা বলেন, এটি একটি ভালো কাজ। এতিমদের কথা কেউ স্মরণ করে না। তবে মাদরাসার এমন আয়োজন প্রশংসনীয়। এতে শিশুদের মাঝে ঈদের আমেজ তৈরি হয়েছে।

সরাইলে তারেক রহমানের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

রায়পুরের এক জেলের লাশ হিজলাতে উদ্ধার

রামগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কোনো মানুষকে এত মারে! কী অপরাধ ছিল তার

র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’