হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় পরিবেশ ধ্বংসের দায়ে মোবাইল কোর্ট, বালুবাহী ট্রাক জব্দ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের সময় একটি ডাম্প ট্রাক জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে, অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে একটি বালুভর্তি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, পাইন্যশিয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি ছাড়াও নদী ও খালপথে ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন দৈনিক আমার দেশকে বলেন, ‘প্রাকৃতিক সম্পদের অবৈধ উত্তোলন রোধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে কক্সবাজারে সংরক্ষিত ও রক্ষিত বনাঞ্চলের মধ্যে এবং এর আশপাশে ৯টি বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে উখিয়া উপজেলার বালুখালী-১, দোছড়ি, পালংখালী, হিজলিয়া, ধোয়াংগারচর ও কুমারিয়ারছড়ার নাম উল্লেখযোগ্য।

রামগঞ্জে নিষিদ্ধ সংগঠন আ.লীগের নেতা গ্রেপ্তার

কোনো মানুষকে এত মারে! কী অপরাধ ছিল তার

র‍্যাব সদস্য নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো সুপরিকল্পিত

জিয়াকে হত্যার মাধ্যমে বিএনপিকে হত্যা করতে চেয়েছিল

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা