প্রতীক বরাদ্দের পর বান্দরবান-৩০০ আসনে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরি। বৃহস্পতিবার সকালে জেলার থানচি উপজেলা থেকে তিনি প্রচার কাজের সূচনা করেন।
প্রচারণার প্রথম দিনেই পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
প্রচারের শুরুতে সাচিং প্রু জেরি থানচি বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি অটুট রেখে বান্দরবানের সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, ‘থানচির মতো জনপদগুলো দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ও অবহেলিত। আমি এই অবহেলার অবসান ঘটাতে চাই। পাহাড়ি-বাঙালি সবাইকে সঙ্গে নিয়েই আমি একটি সমৃদ্ধ বান্দরবান গড়তে চাই।’
এ সময় জেলা বিএনপি নেতা অধ্যাপক ওসমান গণি, মুজিবুর রশিদ, আবদুল মাবুদ, আবদুল কুদ্দুছসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।