কক্সবাজারের কুতুবদিয়ায় প্যারাবন ধ্বংস করে মাটি কাটায় ভ্রমমাণ অভিযানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকালে বড় ঘোপ স্টিমারঘাটের উত্তর পাশে প্যারাবনের সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহি অস সূত্র জানায়, উপকূলে সৃজিত প্যারাবনের পাশে লবন চাষের জন্য বাঁধ নির্মাণ করতে প্যারাবনে স্কেভেটর দিয়ে মাটি কাটছিল একটি সিন্ডিকেট। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ হলে রোববার বিকালে সহকারী কমিশনার(ভূমি) মো. সাকিব উল আলম যৌথবাহিনীসহ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় মাটি কাটার দায়ে সংশ্লিষ্ট থাকায় মিজানুর রহমানকে এক লক্ষ টাকা ও দিদারুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেন।