হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনসার-ভিডিপি ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজার গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেয়ার কথা উল্লেখ করে প্রায় ১০ কোটি টাকার অর্থ হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ ও দত্তেরহাট শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে র‍্যাবের কাছ থেকে তাকে দুদকের নোয়াখালী কার্যালয়ের তদন্ত টিমের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, শনিবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঋণ নেয়া অধিকাংশ গ্রাহকের বাস্তবে অস্তিত্ব না থাকা, ভুয়া এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করা ও গ্রাহকদের না জানিয়ে তাদের নামে ঋণ তুলে ব্যাংকের দুটি শাখা থেকে ১০ কোটি টাকার বেশি আত্মসাৎ করে পালিয়ে ছিলেন তিনি।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ২০ অক্টোবর রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে বেশ কয়েকটি অনিয়ম এবং জালিয়াতির স্পষ্ট প্রমাণ পান। ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তেও মিলে এর সত্যতা। অভিযোগের ভিত্তিতে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুদকের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

চলতি বছরের অক্টোবর মাসে বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করে। এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মোহাম্মদ আলমগীরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

এ ঘটনায় দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ রোববার রাতে আমার দেশকে বলেন, আমরা ম্যানেজার আলমগীর হোসেনের বিরুদ্ধে সাত কোটি টাকার এজাহার দিয়েছি। পরে আরো তদন্তে ৯ কোটি ২৫ লাখ টাকার তথ্য পাওয়া গেছে। ব্যাংকের দুটি শাখা থেকে ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা রয়েছে আলমগীর হোসেনের বিরুদ্ধে। তাকে র‍্যাবের সহায়তায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতে হাজির করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

এ ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নোয়াখালীর উপপরিচালক ও জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া রোববার রাতে আমার দেশকে বলেন, আমাদের সদস্যদের নামে ঋণ দেখিয়ে আলমগীর হোসেন অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি দুদক ও ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে। আমাদের সহযোগিতায় র‌্যাব তাকে আটক করে।

চায়ের দোকান থেকে অস্ত্রের মুখে ৬ কিশোর অপহরণ

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

আজ থেকে সেন্টমার্টিনে রাতযাপনের অনুমতি পাচ্ছেন পর্যটকরা

নিদারুণ কষ্টে পরশুরামের মেজবাহারের পরিবার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে দোয়া

ভুল অপারেশনে মৃত্যুর অভিযোগে মামলা নিতে পুলিশের গড়িমসি

‘খালেদা জিয়াকে দেশের প্রয়োজনে হায়াত বাড়িয়ে দাও’

সন্দ্বীপে শালা–দুলাভাই সিন্ডিকেট: উপজেলা প্রকৌশলীর দুর্নীতি পাহাড়

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর মহড়া সমাপ্ত

তৌহিদী জনতার বিক্ষোভের মুখে ঢাকাইয়া মেলা পণ্ড