হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিএমপিতে নয় মাসে ১১২ অস্ত্রধারী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত নয় মাসে ১১২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এছাড়াও নগরের ১৯ জন শীর্ষ সন্ত্রাসী ও পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চীনের ৩০ জনসহ মোট ৩৯ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে সিএমপি ৭ কোটি ১২ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলায় আড়াই হাজার আসামি গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সিএমপি কমিশনার হাসিব আজিজ আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিএমপির দেওয়া তথ্য মতে, জুলাই গণঅভ্যুত্থানে সিএমপির ১৬টি থানা থেকে মোট ৯৪৮টি অস্ত্র লুট হয়ে যায়। তবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ও সন্ত্রাসীদের কাছ থেকে এসব অস্ত্রের মধ্যে ৭৯৩টি অস্ত্র উদ্ধারে সক্ষম হয়েছে সিএমপি। আর ১৫৫টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।

সিএমপি আরো জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১২ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তাদের কাছ থেকে ৩৪টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এগুলোর ২০টি বিদেশী পিস্তল, ২টি রিভলবার, ১১টি এলজি, ১টি বোর শটগান। এছাড়াও চাপাতি, রামদা, ছোরা, কুড়াল জাতীয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর গুলি উদ্ধার করা হয় ১৪৯ রাউন্ড, ১৯টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড কার্তুজ।

সিএমপি গত নয় মাসে খুলশী থানায় ১১ জন, কর্ণফুলীতে ১০ জন, বাকলিয়ায় ১ জনসহ মোট ২২ জন ডাকাত গ্রেপ্তার করে। এদের কাছ থেকে বেশ কয়েকটি যানবাহনসহ লুট করা অস্ত্র, মালামাল উদ্ধার করা হয়েছে। বায়েজিদ বোস্তামী ও আকবরশাহ থানায় সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চীন ন্যাশনাল ফন্টের ২০ জন গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকটি কারখানায় অভিযান পরিচালনা করে ৪০ হাজার অধিক কুকি-চীনের পোশাক উদ্ধার করেছে সিএমপি।

সিএমপি আরো জানায়, গত নয় মাসে নগরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে ১০টি। এর মধ্যে সবচেয়ে বেশি মিছিল হয়েছে পাঁচলাইশ থানা এলাকায়। এসব মিছিল থেকে নগরের পাঁচটি থানা ১০২ জনকে গ্রেপ্তার করেছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় নগরের ১৬টি থানায় মোট ৬৩টি মামলা হয়েছে। এসব মামলায় ১২১৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নগরের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, আইয়ুব আলী, শাকিল, মো. ইমাম হোসেন, মাসুম প্রকাশ বকলেস মাসুম, এবিএম মোস্তফা কামালসহ ১৯ জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনটি দেশীয় তৈরি অস্ত্র হাতেনাতে উদ্ধার করা হয়েছে।

সিএমপি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গুরুত্বপূর্ণ মামলা হিসেবে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আইনজীবী আলিফ হত্যা মামলার সন্দিগ্ধ ৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। চিন্ময়ের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে।

গত নয় মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ৩ লাখ ৩৪ হাজার ৬৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। এরপর গত রবিবার আরও এক কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ৩২০ কেজি গাজা, ১৭১ বোতল ফেনসিডিল, ৪ হাজার ৪৬০ লিটার চোলাইমদ, ২২৮ বোতল বিদেশী মদ, ১১৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। সর্বমোট ৭ কোটি ১২ লাখ টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

সিএমপি হাসিব আজিজ আমার দেশকে বলেন, আমরা ভয় দেখাতে নয়, প্রতিরোধ করতে চাই। শহরে যারা অস্ত্র নিয়ে রাস্তায় বের হচ্ছে তারা জানুক-চট্টগ্রাম পুলিশের হাতে বন্দুক আছে, কিন্তু সেটি নিরীহ মানুষের জন্য নয়। পুলিশ আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবে। যার হাতে অস্ত্র নেই, তার ওপর গুলি চালানো হবে না। হাসিব আজিজ বলেন, চট্টগ্রামের মানুষ আমার শক্তি। নাগরিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই আমি সবার প্রতি অনুরোধ করছি, আপনার চারপাশে সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানান। আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব।

হাত তুলে বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা

একইস্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

আমার দেশ’র তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলাবাজ রশিদের আবারো মামলা

হত্যার আগেই সম্ভাব্য ১১ খুনির নামে ভিডিও

ট্রলারসহ ১৬ বাংলাদেশি-রোহিঙ্গা জেলেকে আবারো অপহরণ

নোয়াখালীতে এমটিএফের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কায় পিকআপ চালক নিহত

বুকে ইট দিয়ে আঘাত করলে মরে যাবে শিবির নাছির: বড় সাজ্জাদ

আমার দেশ’র দুই সাংবাদিকের বিরুদ্ধে বিতর্কিত কর্ণফুলির মামলা, নিন্দার ঝড়

তারুণ্যের প্রথম ভোট, ইসলামের পক্ষে হোক