হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে ইব্রাহিমপুর এতিমখানা এলাকায় আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বাস ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ (১৯), নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম (৫৮) ও ফেনী জেলার দক্ষিণ ফরাদনগর গ্রামের আবুল খায়ের মিয়ার ছেলে মো. নুরে আলম (৫৫)।

জানা যায়, আজ সকালে নবীনগর থেকে কোম্পানিগঞ্জ গ্যাস আনতে যাচ্ছিলেন সোহাগ মিয়া। এ সময় ইব্রাহিমপুর এতিমখানার সামনে সিলেটগামী দুরন্ত পরিবহনের চাপায় সিএনজি গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজিতে থাকা আবদুল কাসেম, নুরে আলম ও চালক সোহাগ মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ থানায় নিয়ে আসে।

দুর্ঘটনার পর দুরন্ত পরিবহনের চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী গড়িটি আটক করে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছেন।

বিল্লাল মিয়া বলেন, আমার একমাত্র ছেলে সোহাগ মিয়া সকালে কোম্পানিগঞ্জ থেকে সিএনজি'র জন্য গ্যাস আনতে যাচ্ছিলেন। আবুল কাসেম মিয়ার ভাই খায়ের ফকির জানান, আমার ভাই নোয়াখালীতে বেকারির ব্যবসা করতেন। দোকানের হিসাব করতে ও কর্মচারীদের বেতন দিতে আজ ভোরে বাড়ি থেকে নোয়াখালী যাচ্ছিলেন।

নবীনগরের লঞ্চের মালিক দুলাল সাকি বলেন, নুরে আলম লঞ্চের মিস্ত্রি ছিলেন। তিনি ছুটি নিয়ে ঈদ করতে বাড়িতে যাচ্ছিলেন।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার এবং ঘাতক দুরন্ত পরিবহনের গাড়িটি আটক করেছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ আইনগত পদক্ষেপ নেয়ার কাজ শুরু করেছে।

নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের সভাপতি যোগ দিলেন জামায়াতে

সন্ত্রাসীদের অভয়ারণ্য সীতাকুণ্ডের ছলিমপুর

নোয়াখালীতে হাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার ‘বেয়াইখানা’

সীতাকুণ্ডে নিহত র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের দাফন সম্পন্ন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, সংঘর্ষের আশঙ্কা

বাবা… তুমি আমাদের রেখে চলে গেলে কেন?

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে: র‍্যাব ডিজি

বিউটি পার্লার থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিদেশি পিস্তল ও ইয়াবা নিয়ে ধরা মাদক কারবারি বর্মাইয়া রফিক