হোম > সারা দেশ > চট্টগ্রাম

একটি দল ক্ষমতার জন্য দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়

ডা. তাহের বললেন

প্রতিনিধি, কুমিল্লা ও চৌদ্দগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, যারা কার্ড নিয়ে যাবে, তাদের আটকাবেন। এগুলো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।

শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি দল ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এ দেশের চার কোটি যুবক সেটা হতে দেবে না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত পোষণের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবেন, বলে চিন্তা করছেন, বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।

জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষাগ্রহণ করুন। যারা শয়তানি করবে, তাদের না মেরে ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের আমরা ছেড়ে দেব না।

সমাবেশে আরো বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এবং শিল্পপতি মহিউদ্দিন ভূঁইয়া নইম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।

চকরিয়ার ইউনিয়ন আ.লীগ সভাপতি দিদার চেয়ারম্যান গ্রেপ্তার

২৩ বছর পর তারেক রহমান কুমিল্লায় আসছেন রোববার

আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি: হাসনাত আবদুল্লাহ

সীতাকুণ্ডে জামায়াত প্রার্থীর গাড়িকে অন্য গাড়ির ধাক্কা

চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

আ. লীগ ও এনসিপির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ জামায়াত নেতার ভাই আটক

চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থী প্রধানিয়াকে প্রতীক বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

মহেশখালীতে কম্বিং অপারেশনে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ