হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ও সাধারণ সম্পাদক লায়ন হেলাল উদ্দীন।

আপোসহীন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে সকাল ৬টায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠুর স্বাক্ষরিত শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা তাঁর(বেগম খালেদা জিয়ার) রুহের মাগফিরাত কামনা করছি ও মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

শোক বার্তায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, বাঙালি জাতি আজকে একজন মহান অভিভাবককে হারিয়েছেন। যিনি ছিলেন দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোসহীন। তিনি চিরজীবন বাংলাদেশের মানুষের পাশে থেকে সেবা করে গেছেন। গণতন্ত্রের পক্ষে তাঁর সংগ্রাম, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনন্য অবদান ও নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণার এক অনন্য দ্যুতি। তার অসামান্য অবদান গণতান্ত্রিক অধিকার আদায়ে জাতিকে পথ দেখিয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন।’

শোক বার্তায় চট্টগগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি কখনও অন্যায়ের কাছে মাথানত করেননি। তাঁর নির্বাচনি জীবনে কখনও হারেননি। গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। তিনি আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। স্বৈরশাসনামলে তাঁকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রেখে নির্মম নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। তারপরও তিনি গণতন্ত্রের প্রশ্নে আপোস করেননি। এশিয়া উপমহাদেশে বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের ভ্যানগার্ড। জনগণের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, সততা, দেশপ্রেম ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে। মহান নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু গভীর শোকাহত দক্ষিণ জেলা বিএনপি পরিবার।

আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও শোকাহত বিএনপি নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিক দোয়া ও খতমে কোরআন মাহফিল করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ। ৩০ ডিসেম্বর মঙ্গলবার বাদে আসর পটিয়া বাইতুশ শরফ জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আনিছুল ইসলাম। এ সময় পটিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদরাসা সুপারের গাফিলতিতে বৃত্তির স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর

ক্ষমতা আঁকড়ে রাখাই সংকটের মূল কারণ : ধর্ম উপদেষ্টা খালিদ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মুরাদনগরে মসজিদ-মাদ্রাসায় কুরআন খতম

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সা. সম্পাদক পাবেল

এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনসিপি-জামায়াতের প্রার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র মনোনয়নপত্র জমা একরামুজ্জামানের

খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লায় শোকের ছায়া, মসজিদে মসজিদে দোয়া

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে অঝোরে কাঁদলেন সাবেক এপিএস মতিন খান

খালেদা জিয়ার মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া, পৈতৃক বাড়িতে কুরআন খতম

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে বিএনপির ৭ দিনের কর্মসূচি