হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ভূকম্পন ঝুঁকিতে ১৫ লাখ মানুষ

এম হাসান, কুমিল্লা

সারা দেশে ভূমিকম্প নিয়ে উদ্বেগের মধ্যে কুমিল্লার নিরাপত্তা অবস্থান কতটা সুরক্ষিত-এমন প্রশ্ন নতুন করে সামনে এসেছে। বিশেষ করে নগরীতে ভবন নির্মাণে সিটি করপোরেশনের অনুমোদন ও জেলা প্রশাসনের তদারকি কতটা কার্যকর, তা নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। এ অবস্থায় ভূকম্পন ঝুঁকির মধ্যেই রয়েছে নগরীর ১৫ লাখ মানুষ।

জানা গেছে, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের জন্য সিটি করপোরেশনের অনুমোদন বাধ্যতামূলক হলেও নগরীর অসংখ্য বাড়ির মালিক তা মানছেন না। নিজেদের খেয়াল-খুশিমতো ভবন নির্মাণ করে অনেকেই স্বাভাবিক ভূকম্পনেও মানুষকে ঝুঁকিতে ফেলছেন।

কুমিল্লা নগরীতে ডেভেলপার প্রতিষ্ঠান আছে প্রায় অর্ধশত, যারা বিল্ডিং কোড মেনে ভবনগুলো নির্মাণ করছে। ফলে সেগুলো ভূমিকম্প সহনশীল হিসেবেই তৈরি করা হচ্ছে। কিন্তু ব্যক্তি পর্যায়ের ভবন মালিকদের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। অনেকে তিনতলার অনুমোদন নিয়ে পাঁচ-ছয়তলা করছেন, আবার অনেকের কোনো অনুমোদনই নেই। প্রকৌশলীর তদারকি ছাড়াই কম খরচে নির্মিত এসব ভবন রয়েছে বিশেষ ঝুঁকিতে। এসব ভবনের মালিক মূলত ব্যাংক লোন বা ব্যক্তিগত ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছেন। ফলে বেশি আয়ের রাস্তা খুলতে অনুমোদন ছাড়াই উপরের দিকে বাড়াতে বাড়াতে নিজেদের এবং ভবনের বাসিন্দাদের ফেলছেন চরম ঝুঁকিতে।

২০ লাখ মানুষের শহর, বিপদও বিশাল

৫৩ দশমিক শূন্য চার বর্গকিলোমিটার আয়তনের কুমিল্লা সিটি করপোরেশনে রয়েছে ২৭টি ওয়ার্ড। এখানে বসবাস করে প্রায় ১৫ লাখ মানুষ। এছাড়াও কুমিল্লা নগরী সংলগ্ন ধর্মপুর, শাসনগাছা, দৌলতপুর, সাতরা, নোয়াপাড়ায় বসবাস করছে আরো চার-পাঁচ লাখ মানুষ। সব মিলিয়ে কুমিল্লা নগরীতে বসবাস করছে প্রায় ২০ লাখ মানুষ।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, নগরীতে প্রায় ৯০ শতাংশ ভবনই নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। বিনা অনুমতিতে নির্মিত হয়েছে পাঁচ শতাধিক ভবন। এছাড়া শতাধিক ভবন অতিপুরোনো ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

নগরীর বাগিচাগাঁও এলাকায় ব্যাচেলর হোস্টেলে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম জানান, আমরা ৩০ শিক্ষার্থী অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনে থাকছি। শুনেছি তিনতলা পর্যন্ত অনুমোদন পাওয়া ভবন ছয়তলা পর্যন্ত তোলা হয়েছে। ছয় মাত্রার ভূমিকম্প হলে আমাদের ভবনটাই আগে ধসে পড়বে। সিটি করপোরেশন ও জেলা প্রশাসন এ বিষয়ে উদাসীন।

আমার দেশ পাঠকমেলা কুমিল্লার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির বসবাস করেন কান্দিরপাড় এলাকায়। তিনি বলেন, কুমিল্লা নগরীর ভবনের অধিকাংশ মালিক ভবন নির্মাণের সময় নিয়ম মানেন না। পাঁচতলার অনুমোদন নিয়ে সাততলা করা হচ্ছে।

কুমিল্লা আল আমিন ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান হাফেজ মাওলানা জসিম উদ্দিন বলেন, কুমিল্লা শহরে অনেক ভবনই বিল্ডিং কোড মেনে করা হয়নি। ছয় মাত্রার ভূকম্পন হলে বহু ভবন ধসে পড়বে। পুরাতন সব ভবনই ঝুঁকিপূর্ণ। তবে আমরা এখন যে ভবনগুলো তৈরি করছি, এগুলো সাড়ে সাত মাত্রার ভূমিকম্প সহনীয়।

কুমিল্লা সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ সহকারী প্রকৌশলী আব্দুস সালাম আমার দেশকে বলেন, কুমিল্লা নগরীতে ১০ হাজারের বেশি ভবন রয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে দুই শতাধিক। এসব ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন বলেন, ভূমিকম্প-পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা চালানোর জন্য আমাদের যথেষ্ট সক্ষমতা আছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত আছি। কুমিল্লা নগরীতে অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ অনেক ভবন রয়েছে। সিটি করপোরেশন এগুলোর তালিকা করেছে। তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক শাহ আলম আমার দেশকে বলেন, কুমিল্লা নগরীতে ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে অনেক ভবন। এ সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অনেকে অনুমোদন নিয়েছিলেন; কিন্তু এর ব্যত্যয় ঘটিয়েছে। অনুমোদনবিহীন বাড়ি আছে এক হাজারের ওপরে। এসব ভবনের কী ধরনের ঝুঁকি আছে, তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, আমাদের উদ্ধার কার্যক্রম চালানোর সরঞ্জামসহ জনবলের অনেক কিছুরই ঘাটতি আছে। সরকারের কাছে উদ্ধারকাজ চালাতে আধুনিক যন্ত্রপাতি দেওয়ার জন্য আবেদন করব। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল

শিক্ষকতার আড়ালে ছাত্রলীগ পুষছেন বেলাল মজুমদার

গ্রেপ্তার এড়াতে ছাত্রদল নেতার সঙ্গে চুক্তি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার!

ঈদগাঁওয়ে সমবায় কর্মকর্তার আত্মসাতের অর্থ জমার নির্দেশ

লটারির মাধ্যমে কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি

রামগঞ্জে এবার ভাতিজাদের হাতে চাচা খুন

নবীন সেনা কর্মকর্তাদের দায়িত্ববোধ, সততা, আত্মসম্মান ধরে রাখার আহ্বান

কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে অপসারণের দাবিতে মানববন্ধন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের দোয়া মাহফিল

সন্দ্বীপের সেই প্রকৌশলীকে অবশেষে বদলি